Site icon Jamuna Television

তাসকিনের হাতে স্বপ্নের সূচনা

ছবি: সংগৃহীত

১৪৪ রান রক্ষা করতে যেমন সূচনা প্রত্যাশা করেছে বাংলাদেশ দল, প্রথম ওভারে তার চেয়েও যেন বেশি দিয়েছেন তাসকিন আহমেদ! এই স্ট্রাইক বোলার তার প্রথম দুই ডেলিভারিতেই সাজঘরে পাঠিয়েছেন নেদারল্যান্ডসের এই টপ অর্ডারকে।

প্রথম বলেই অফ স্ট্যাম্প করিডোরে গুড লেংথের ডেলিভারি দেন তাসকিন। বল ডাচ ওপেনার বিক্রমজিত সিংয়ের ব্যাট ছুঁয়ে প্রথম স্লিপে জমা পড়ে ইয়াসির রাব্বির হাতে। নিচু হয়ে যাওয়া ক্যাচটি দারুণ দক্ষতায় তালুবন্দি করে বাংলাদেশকে উল্লাসে ভাসান রাব্বি।

নেদারল্যান্ডস ওপেনার বাস ডি লিডে খেলতে আসেন প্রথম বল। আবারও অফ স্ট্যাম্প করিডোর, আবার গুড লেংথে ডেলিভারি দেন তাসকিন। এবার ডি লিডের ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় উইকেটের পেছনে নুরুল হা্সান সোহানের হাতে। দুই বলে দুই উইকেট!

হ্যাটট্রিক পূরণ করতে পারেননি তাসকিন। তবে বাংলাদেশকে তিনি এনে দিয়েছেন স্বপ্নের সূচনা। প্রতিবেদনটি লেখার সময় নেদারল্যান্ডসের সংগ্রহ ছিল ৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৬ রান।

এর আগে, আফিফের লড়াই ও শেষদিকে মোসাদ্দেকের ক্যামিওতে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে সাকিব বাহিনী।

/এম ই

Exit mobile version