Site icon Jamuna Television

১ বলের ব্যবধানে দুই রান আউট, ডাচদের বিপর্যয়

ছবি: সংগৃহীত

আবারও জোড়া উইকেট পেলো বাংলাদেশ। এবার সাকিব আল হাসানের ওভারে দুইটি রান আউটে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে টাইগাররা। প্রতিবেদনটি লেখার সময় নেদারল্যান্ডসের সংগ্রহ ছিল ৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪ রান।

সাকিব আল হাসানের লেংথ বল ডিপ মিড উইকেটে ঠেলে দুই রান নিতে চেয়েছিলেন ম্যাক্স ও’ডৌড। ১ রান সম্পন্ন করার পর কলিন একারম্যানের সাথে ভুল বোঝাবুঝিতে পিচের মাঝ পর্যন্ত গিয়ে আবার ফেরার চেষ্টা করেন ও’ডৌড। আফিফের থ্রোতে আউট হয়ে দেখলেন, ফেরার পথ থাকলেও সময় ছিল না আজ!

রান আউটের পর ব্যাট করতে নেমে একটি বলও না খেলে সেই রান আউটই হয়েছেন টম কুমার। এই ব্যাটার যদি নিজেই নিজেকে আউট করে না থাকেন, তবুও কৃতিত্ব পাবেন নাজমুল শান্ত। দারুণ ফিল্ডিংয়ে বাউন্ডারি বাঁচিয়ে সেখান থেকে ফ্ল্যাট থ্রোতে বল পাঠিয়েছেন সোহানের কাছে। বল দারুণভাবে কব্জা করে উইকেট ভেঙে দিতে ভুল করেননি বাংলাদেশের উইকেটরক্ষক। আর ৩ রানের জন্য ছুটে উইকেট বিলিয়ে দিলেন টম কুপার।

এর আগে, প্রথম ওভারের প্রথম দুই বলে তাসকিন আহমেদের জোড়া আঘাতে দারুণ সূচনা করেছে সাকিব বাহিনী। ১৪৪ রান ডিফেন্ড করতে গিয়ে দারুণভাবেই লড়ছে বাংলাদেশ।

আরও পড়ুন: তাসকিনের হাতে স্বপ্নের সূচনা

/এম ই

Exit mobile version