Site icon Jamuna Television

তৃতীয় ক্রিকেটার হিসেবে সব টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার রেকর্ড সাকিবের

ছবি: সংগৃহীত

তৃতীয় ক্রিকেটার হিসেবে সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। এর আগে, ভারত-পাকিস্তান ম্যাচে রোহিত শর্মা ও দিনেশ কার্তিক এই কীর্তি গড়েন।

২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেন সাকিব। সেই আসরে টাইগারদের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে স্কোয়াডে যুক্ত হন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়। ১৫ বছর পরও গুরুত্বপূর্ণ ক্রিকেটারের পাশাপাশি দলকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব।

এমন কীর্তির দিনে বাংলাদেশের অর্জনে থাকতে পারতো মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের নাম। তবে বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ জনের স্কোয়াডে জায়গা হয়নি রিয়াদের। আর এশিয়া কাপের পর অবসর গ্রহণ করায় এই ইতিহাসের সাক্ষী হতে পারেননি মুশফিক।

আরও পড়ুন: ব্যাটিংয়ে ১০ রান কম হলেও পেসাররাই ম্যাচ জিতিয়েছে: সাকিব

/এম ই

Exit mobile version