Site icon Jamuna Television

দর্শনায় চিনি বেশি দামে বিক্রি করায় জরিমানা

বেশি দামে চিনি বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ২ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দর্শনায় বেশি দামে চিনি বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ২ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গা। কেজিতে সরকার নির্ধারিত খুচরা মূল্যের চেয়ে ১০-১৫ টাকা বেশি দরে বিক্রি করছেন খুচরা দোকানদাররা।

সোমবার (২৪ অক্টোবর) বেলা ৩টার দিকে দর্শনা বাজারে অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযানে জানা যায়, ৭৪-৮০ টাকায় কেনা চিনি ১০০-১০৫ টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। যেখানে ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত খুচরা মূল্য ৯০ টাকা। এতে তারা কেজি প্রতি লাভ করছেন ২০-২৫ টাকা। অভিযানে এ অপরাধে মেসার্স খালেক এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইদিন মেসার্স মিষ্টিবাড়ি অ্যান্ড বেকারিকে মূল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদ-মূল্যবিহীন পণ্য বিক্রয়ের কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, সরকার নির্ধারিত চিনির দাম ৯০ টাকা। কিন্তু ব্যবসায়ীরা আগের দামে কেনা চিনি নতুন নির্ধারিত দামের থেকেও বেশি দামে বাজারে বিক্রি করছে। এতে বস্তা প্রতি অতিরিক্ত ১ হাজার টাকা লাভ করছেন তারা।

এএআর/

Exit mobile version