Site icon Jamuna Television

ডিএসইতে সার্ভার বিড়ম্বনা, লেনদেন বন্ধ ছিল ২ ঘণ্টার বেশি সময়

সার্ভার জটিলতায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারীরা বিড়ম্বনায় পড়েন। সোমবার (২৪ অক্টোবর) সকাল ১১ টার দিকে সার্ভার জটিলতায় লেনদেন বন্ধ হয়ে যায়। এরপর দুপুর ২টা ১০ মিনিটে আবারও লেনদেন শুরু হয়। কার্যক্রম চলে আড়াইটা পর্যন্ত।

এদিন সকালে নিম্নমুখী প্রবণতার মধ্যে লেনদেন শুরু হয়। শেষ পর্যন্ত পতনের ধারায় ছিল আজকের শেয়ার বাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৩৩৪ কোটি ৭৬ লাখ টাকার। বেড়েছে মাত্র ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। বেড়েছে ৮২টির। ডিএসই এক্স সূচক কমেছে ৩৬ পয়েন্ট।

সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে হাতবদল হয়েছে ১০ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার। বেড়েছে মাত্র ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। তবে অপরিবর্তিত ছিল ১১৩টি প্রতিষ্ঠানের, কমেছে ৫৮টির। প্রধান সূচকের পতন হয়েছে ৮৬ পয়েন্ট।

/এমএন

Exit mobile version