Site icon Jamuna Television

আখাউড়ায় ট্রেন থেকে সেনাবাহিনীর ইউনিফর্ম পরা ভুয়া মেজর আটক

আখাউড়া প্রতিনিধি:

সেনাবাহিনীর ইউনিফর্ম পরা ও মেজর দাবি করা এক ভুয়া কর্মকর্তাকে আটক করা হয়েছে। তার নাম মোজাম্মেল হোসেন (২১)। সোমবার (২৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেন থেকে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ তাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করছে রেলওয়ে পুলিশ।

আটককৃত মোজাম্মেল কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ভরলা গ্রামের বড় বাড়ির বাসিন্দা আলাউদ্দিনের ছেলে।

সেনাবাহিনীর ইউনিফর্মে মেজরের র‍্যাঙ্ক ব্যাজ পরে প্রতারণার অভিযোগে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আখাউড়া রেলওয়ে থানার ওসি আলীম হোসেন শিকদার জানিয়েছেন।

এটিএম/

Exit mobile version