Site icon Jamuna Television

প্রোটিয়াদের সামনে ৯ ওভারে ৮০ রানের টার্গেট

ছবি: সংগৃহীত

ওয়েসলি মাধেভেরের ব্যাটিং দৃঢ়তায় দক্ষিণ আফ্রিকার সামনে ৯ ওভারের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৮০ রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। ১৯ রানে ৪ উইকেট হারানোর পর মাধেভেরে ও মিলটন শুম্বার ৬০ রানের জুটিতে প্রোটিয়াদের বিপক্ষে বোলারদের লড়ার পুঁজি পেয়েছে ক্রেগ আরভিনের দল।

হোবার্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। অবশ্য সূচনা ভালো হয়নি ক্রেগ আরভিনের দলের। রেজিস চাকাভা ও ক্রেগ আরভিনের উদ্বোধনী জুটি স্থায়ীত্ব পেয়েছে মাত্র ২ ওভার। পারনেলের বলে মাত্র ২ রান করে আউট হয়েছেন আরভিন। এক বল বিরতিতে দিয়ে সাজঘরে ফিরেছেন আরেক ওপেনার রেজিস চাকাভাও। লুঙ্গি এনগিডির সেই ওভারেই ফিরে গেছেন জিম্বাবুয়ের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় সিকান্দার রাজাও। এরপর ডেভিড মিলারের সরাসরি থ্রোতে রান আউট হয়ে সাজঘরে ফিরেছেন শন উইলিয়ামসও।

১৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলক এরপর টেনে তোলেন মাধেভেরে। রাবাদা-এনগিদিদের সামলে তিনি হাঁকান ১৮ বলে ৩৫ রানের ইনিংস, যার মধ্যে ছিল ৪টি চার ও ১টি ছয়। মাধেভেরেকে সঙ্গ দেয়া শুম্বা করেছেন ২০ বলে ১৮ রান।

জবাবে, ব্যাট করতে নেমে ঝড়ো সূচনা পেয়েছে দক্ষিণ আফ্রিকা। টেন্ডাই চাতারার প্রথম ওভার থেকেই কুইন্টন ডি কক ৪টি চার ও ১টি ছয়ের সাহায্যে তোলেন ২৩ রান। এরই মধ্যে আবারও হানা দিয়েছে বৃষ্টি। এতে সাময়িকভাবে বন্ধ আছে খেলা।

/এম ই

Exit mobile version