Site icon Jamuna Television

কারসাজির কারণে চিনির বাজারে অস্থিরতা তৈরি হয়েছে: ভোক্তা অধিকার

দেশে চিনির ঘাটতি নেই। আমদানির পরিমাণ ভালো, নতুন করে আমদানি না হলেও তিন মাসে কোনো সংকট হবে না বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

ভোক্তা অধিকার সোমবার (২৪ অক্টোবর) সকালে চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও পাইকারী ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে। তাতে তিনি এ কথা জানান।

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, অসাধু ব্যবসায়ীরা কারসাজি করছে। যার কারণে ১০০ টাকার উপরে উঠেছে দাম। ভোজ্যতেলের মতো চিনির বাজারও অস্থির করছে একটি চক্র।

তিনি ব্যবসায়ীদের হুঁশিয়ার করে বলেন, অস্থিরতার নেপথ্যের যারা রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

/এমএন

Exit mobile version