Site icon Jamuna Television

ঘূর্ণিঝড় মাঝারি হলেও প্রভাব ব্যাপক হতে পারে: আবহাওয়া অফিস

ঘূর্ণিঝড় সিত্রাং মাঝারি হলেও অমাবস্যা তিথিতে জোয়ারের কারণে এর প্রভাব ব্যাপক হতে পারে। বাতাসের গতিবেগ বারবার বদলের এটাই কারণ, জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সিত্রাং এর প্রভাবে সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে সারাদেশে টানা বৃষ্টি হচ্ছে। আর তাতে রাজধানীতে অফিসগামীরা ভোগান্তিতে পড়েন। বৃষ্টির প্রভাব পড়েছে দোকানপাট আর ব্যবসা-বাণিজ্যেও। রাজধানীর নিচু এলাকাগুলো থেকে পানি সরছে না। এ বৃষ্টি ৪৮ ঘণ্টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, বিপর্যয়ের মুখে বাংলাদেশের উপকূল। ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশের উপকূলের কাছাকাছি পৌঁছে গেছে। সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে এটি উপকূল অতিক্রম শুরু করবে। শুধু উপকূল নয়, চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধ্বসেরও আশঙ্কা করছে আবহাওয়া অফিস।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকা থেকে বন্ধ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লঞ্চসহ নৌযান চলাচল। চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরও বন্ধ রয়েছে।

/এমএন

Exit mobile version