Site icon Jamuna Television

ছেঁড়াদিয়ায় ভেসে এলো জনশূন্য জাহাজ (ভিডিও)

জনশূন্য জাহাজটিতে ওঠার চেষ্টা করছেন কয়েকজন স্থানীয়।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সেন্টমার্টিনের ছেঁড়াদিয়ায় ভেসে এসেছে একটি অচেনা বিদেশি জাহাজ। জাহাজটিতে কিছু কন্টেইনার ও অন্যান্য মালামাল রয়েছে বলে জানা গেছে। জাহাজের মালিকানা নিয়েও কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। জাহাজটি ভেসে আসার পরপরই বিষয়টি কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনকে জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে সেন্টমার্টিনের স্থানীয়রা জানিয়েছেন, দুপুর ১২টার দিকে একটি বড় আকৃতির জাহাজ ভেসে আসতে দেখা যায়। প্রথমে ভয়ে কেউই সেদিকে যাননি। পরে এলাকার কয়েকজন যুবক ও স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থলে যান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাহাজটি বেশ পুরোনো এবং এর গায়ে কোনো নাম লেখা নেই’ তবে ‘MR 3322’ ও ‘SC4562B’ এরকম দুটি নম্বর জাহাজটির গায়ে লেখা আছে। নাবিকবিহীন ওই জাহাজটির ওপরের অংশ খোলা, সেখানে কন্টেইনার ও অন্যান্য মালামাল রয়েছে। জাহাজটিতে কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে বলে জানিয়েছেন দ্বীপের লোকজন।

সেন্টমার্টিনে ভেসে এলো বিশাল আকৃতির বিদেশি জাহাজ!

সেন্টমার্টিন ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজির আহমদ জানিয়েছেন, ছেঁড়াদিয়ার প্রাকৃতিক পাথরের ওপর একটি জাহাজ এসে আটকা পড়ে। জাহাজটি কোনো লোকজন ছিল না এমনকি ইঞ্জিন রুমও তালাবদ্ধ ছিল। ভয়ে তাই সেখানে কেউ উঁকি দেয়নি।

/এসএইচ

Exit mobile version