Site icon Jamuna Television

উৎসব-উদ্দীপনায় ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

‘অন্তর্ভূক্তিমূলক উন্নয়নে উচ্চশিক্ষা’ স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দিনভর নানা কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সকালে মল চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালযের পতাকা উত্তোলণের মাধ্যমে দিবসের সূচনা করেন উপাচার্য অধ্যাপক ড. আক্তারুজ্জামান। পরে কেক কেটে দিনব্যাপী বর্ণিল আয়োজনের উদ্বোধন করা হয়। মল চত্বর থেকে টিএসসি পর্যন্ত শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ-বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

ছাত্র-শিক্ষক কেন্দ্রে ‘উচ্চশিক্ষা ও উন্নয়ন’ বিষয়ে আলোচনায় অংশ নেন জাতীয় অধ্যাপক ও সাবেক শিক্ষার্থীরা। উন্নয়ন ও উচ্চ শিক্ষায় সব ধরনের বৈষম্য নিরসনের আহ্বান জানান বক্তারা। বিশ্ববিদ্যালয়ের বাজেটে শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ দেন তারা।

Exit mobile version