Site icon Jamuna Television

রাজধানী ঢাকাতেও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের অন্যান্য জায়গার মতো রাজধানী ঢাকাতেও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। এতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

ঘূর্ণিঝড়ে নগরীর বিভিন্ন সড়কে গাছ উপড়ে সড়ক বন্ধ হয়ে গেছে। এতে সেসব সড়কে চলাচলে নগরবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া বিরামহীন বৃষ্টিতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে তীব্র ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজে বের হওয়া মানুষ।

জমে যাওয়া বৃষ্টির পানিতে যানবাহনের গতি কমে যাওয়ায় সৃষ্টি হয়েছে যানজট। বৃষ্টির মধ্যে যানবাহন ও রিকশা না পেয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে নগরবাসীকে। এছাড়াও সড়কে অনেক জায়গায় যানবাহনে পানি ঢুকে বন্ধ হতে দেখা গেছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালককে।

ইউএইচ/

Exit mobile version