Site icon Jamuna Television

৭ম দিনে চলছে শিক্ষকদের আমরণ অনশন

শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করতে আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা।

রোববার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে টানা সপ্তম দিনের মতো আমরণ অনশন পালন করছেন বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার প্রায় কয়েকশো শিক্ষক। এরইমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে।

শিক্ষকরা বলছেন, দাবি পূরণ না হলে, প্রয়োজনে আত্মাহুতি দেবেন। এ নিয়ে গত ক’ বছরে প্রায় ২৮ বার রাজধানীতে আন্দোলন করেছেন ননএমপিও শিক্ষকরা।

এবছরের শুরুতে সরকারের আশ্বাসে আন্দোলন গুটিয়ে নিলেও দাবি বাস্তাবায়ন হয়নি। দুইজন প্রতিনিধি প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পৌঁছে দিতে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতে পারেন। দাবি পূরণে দ্রুত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন, শিক্ষকরা।

Exit mobile version