Site icon Jamuna Television

সিত্রাং এখন স্থল নিম্নচাপ, সমূদ্র বন্দরে কমানো হয়েছে বিপদ সংকেত

ফাইল ছবি

শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় সিত্রাং পরিণত হয়েছে স্থল নিম্নচাপে। এছাড়াও, কমেছে বিপদ সংকেত। সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। তবে, সাতক্ষীরা-খুলনাসহ উপকূলের ১৩ জেলায় ৭ নম্বর এবং চট্টগ্রাম-কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস।

এর আগে আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল নাগাদ ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে উপকূলের বিভিন্ন জেলায় ৫ থেকে ৬ ফুট জলোচ্ছ্বাস হয়েছে। মঙ্গলবার সারাদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও জানানো হয় আবহাওয়া অফিসের ব্রিফিংয়ে। আর, ২৬ অক্টোবর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, উপকূলে আঘাতের সময় ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিলো ঘণ্টায় ৭৩ কিলোমিটার।

এর আগে ‘ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এর মূল কেন্দ্রটি সোমবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে বাংলাদেশ ভূখণ্ডে আঘাত হানে।

/এসএইচ

Exit mobile version