যুক্তরাষ্ট্রে স্কুলে হামলা, নিহত ২

|

যুক্তরাষ্ট্রে আবারও স্কুলে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ অক্টোবর) সেন্ট লুইসের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে প্রাণ গেছে দু’জনের। আহত হন আরও ৬ জন। খবর রয়টার্সের।

হামলাকারী নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে। এক সংবাদ সম্মেলনে শহরটির পুলিশ কমিশনার জানান, স্থানীয় সময় সকাল নয়টার দিকে হামলা হয়। স্কুলের গেট বন্ধ থাকলেও নিরাপত্তারক্ষীকে জিম্মি করে হামলাকারী ভেতরে ঢোকে। খবর পেয়েই অভিযানে নামে পুলিশ। সন্দেহভাজনের সাথে গুলি বিনিময় হয় তাদের।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত হামলাকারীর বয়স ২০ বছর। তার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি এখনও।
যুক্তরাষ্ট্রে স্কুলসহ জনসমাগমপূর্ণ স্থানগুলোয় হামলার ঘটনা বেড়েই চলেছে। গত মে মাসে টেক্সাসের এক স্কুলে বন্দুকধারীর হামলায় মৃত্যু হয় ১৯ শিশুর। এ ঘটনার পর জোরালো হয় অস্ত্র আইন সংস্কারের দাবি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply