Site icon Jamuna Television

চট্টগ্রামের খাতুনগঞ্জেও ঘূর্ণিঝড়ের প্রভাব

দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ, চাক্তাই ও আসাদগঞ্জেও ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাব পড়েছে। সিত্রাংয়ের প্রভাবে এসব এলাকার প্রায় শতাধিক খাদ্য গুদাম ও আড়তে জোয়ারের পানি প্রবেশ করেছে।

তাতে পেঁয়াজ, আদা, রসুনসহ বিভিন্ন নিত্যপণ্যর বস্তা ডুবেছে। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে পানি নেমে গেলেও দোকানগুলোর ভেতর এখনও পানি জমে আছে। যা পরিষ্কার করার চেষ্টা করছেন সেখানকার শ্রমিকরা।

ব্যাবসায়ীদের দাবি, এটিই প্রথম নয়। এর আগেও জোয়ারের পানি বৃদ্ধি পেলে তলিয়ে গেছে এসব এলাকা। ড্রেনেজ ব্যবস্থা ঠিক না থাকায় জোয়ারের পানি ঢুকে পড়ছে ব্যবসা প্রতিষ্ঠানে।

/এমএন

Exit mobile version