Site icon Jamuna Television

প্রোটিয়াদের বিপক্ষে খেলতে সিডনি পৌঁছেছে টাইগাররা

সিডনি পৌঁছেছে ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনিতেই দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে টাইগাররা।

নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ রানের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা বাংলাদেশ মঙ্গলবার সকালে সিডনি পৌঁছায়। বিমানবন্দরে বেশ ভালো মেজাজে দেখা যায় অধিনায়ক সাকিব আল হাসানসহ অন্যান্য কর্মকর্তাদের। বিমানবন্দরেও টেকনিক্যাল ডিরেক্টরের কাছে তালিম নিতে দেখা যায় নাজমুল শান্তকে।

ভ্রমণ ক্লান্তির কারণে এদিন অনুশীলন করেনি টাইগাররা। বুধবার অনুশীলন করবে তারা। ১ ম্যাচ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা টাইগাররা ধরে রাখতে চাইবে জয়ের ধারা।

/এমএন

Exit mobile version