Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ার সেমির আশা শেষ করে দিতে চায় শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ (২৫ অক্টোবর) দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। এই ম্যাচেই অস্ট্রেলিয়ার সেমিফাইনালের আশা শেষ করে দিতে চায় শ্রীলঙ্কা। সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন লঙ্কান স্পিনার মাহেশ থিকশানা। সেই সাথে নিজেদের সেমিফাইনালের পথটাও সুগম করতে চায় লঙ্কানরা।

অন্যদিকে, জয় দিয়ে আসরে ফিরতে মাঠে নামবে অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া হারে নিউজিল্যান্ডের কাছে, আর শ্রীলঙ্কা হারায় আয়ারল্যান্ডকে। পার্থে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়।

শ্রীলঙ্কান স্পিনার মাহেশ থিকসানা এই ম্যাচের আগে বলেন, আমাদের আত্মবিশ্বাস এখন অস্ট্রেলিয়া দলের চেয়ে ভালো। অবশ্যই চাই অস্ট্রেলিয়ার সেমির আশা শেষ করে দিতে। ম্যাচ জিততে সব সময়ই ভালো লাগে। আমাদের সব সময়ের চাওয়া, শেষ চারটি দলের একটি হওয়া। তাই আমরা সেমিফাইনালে উঠতে চাই। তাদেরকে হারাতেই হবে আমাদের।

অন্যদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ মিশন শুরু করা অস্ট্রেলিয়া এখন কিছুটা ব্যাকফুটে। ঘুরে দাঁড়ানোর জন্য আজকের ম্যাচে অ্যারন ফিঞ্চের দলের জন্য জয়ের বিকল্প নেই। অজি অলরাউন্ডার মিশেল মার্শ বলেন, আশা করি, শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। তারা ভালো দল। আমরা এই কন্ডিশন সম্পর্কে খুব ভালো জানি। স্টেডিয়ামের আবহও তাদের চেয়ে আমাদের জন্য বেশি মানানসই হওয়ার কথা। তাই আশা করি, আমার ঘুরে দাঁড়াবো এবং বিশ্বকাপ অভিযানে এগিয়ে যাবো।

আরও পড়ুন: বিশ্বকাপ ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজ কোচের পদত্যাগ

/এম ই

Exit mobile version