Site icon Jamuna Television

২১ ঘণ্টা পর চালু হলো চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব কেটে যাওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর এর উড্ডয়ন কার্যক্রম মঙ্গলবার দুপুর ১২টা থেকে চালু করা হয়েছে।

এর আগে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে গতকাল সোমবার বিকেল ৩টা থেকে এই তিন বিমানবন্দরের উড্ডয়ন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বেবিচক।

/এমএন

Exit mobile version