Site icon Jamuna Television

দীপাবলির আলোয় আলোকিত হলো হোয়াইট হাউজ

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে আয়োজিত হয়েছে হিন্দুধর্মের দীপাবলি উৎসব। এ উৎসবে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন ফার্স্টলেডি জিল বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। খবর এনডিটিভির।

সোমবার (২৪ অক্টোবর) দীপাবলির আলোয় আলোকিত হয়ে ওঠে হোয়াইট হাউজ। যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন দেশের সনাতন ধর্মাবলম্বীরা যোগ দেন এ আয়োজনে। তাদের শুভেচ্ছা জানান মার্কিন প্রেসিডেন্ট। মঞ্চে শিশুদের সাথেও কিছুক্ষণ সময় কাটান তিনি। বাইডেন বলেন, অন্ধকার পেরিয়ে আলো আর মিথ্যার বিরুদ্ধে সত্যের জয়যাত্রাকে তুলে ধরে দীপাবলি। নানা সংস্কৃতির মিশেলেই গড়ে উঠেছে ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র। এ সময় শৈশবের দীপাবলি পালনের স্মৃতি তুলে ধরেন ভাইস প্রেসিডেন্ট ও ভারতীয় বংশোদ্ভুত কমলা হ্যারিস। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন ভারতীয় শিল্পীরাও।

বাইডেন বলেন, সত্য ও আদর্শের জন্য লড়াইয়ের গৌরবময় ইতিহাস আছে আমাদের। অনেক সময়ই অন্ধকার ঘিরে ধরে সমাজকে। যা দূর করার শক্তিও আছে আমাদের। দীপাবলি সে কথাই মনে করিয়ে দেয়।

এসজেড/

Exit mobile version