Site icon Jamuna Television

উত্তরা হয়ে গাজীপুরমুখী সড়ক ব্যবহার না করার অনুরোধ ডিএমপির

ছবি: সংগৃহীত

জরুরি প্রয়োজন ছাড়া খিলক্ষেত উত্তরা হয়ে গাজীপুরমুখী সড়ক ব্যবহার না করার জন্য নগরবাসীকে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তরা বিভাগ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানায় ডিএমপি।

ডিএমপির গণমাধ্যম শাখা বলছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রবল বৃষ্টি হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের বিভিন্ন অংশে বড় বড় গর্তের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে খিলক্ষেত উত্তরা হয়ে গাজীপুরমুখী যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

ইউএইচ/

Exit mobile version