Site icon Jamuna Television

আর্জেন্টিনা হেরে যাওয়ায় তরুণের ‘আত্মহত্যা’

সাভার প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে বিশ্বকাপ ফুটবল থেকে আর্জেন্টিনা বাদ পরে যাওয়ায় গোপাল (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার ভোরে উপজেলার যাদবপুর ইউনিয়নে ষাট্টা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোপাল আর্জেন্টিনার সমর্থক ছিলেন। শনিবার রাতে আর্জেন্টিনা ও ফ্রান্সের খেলায় আর্জেন্টিনা হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। প্রিয় দলকে এ আসরে দেখতে পারবে না এমন ক্ষোভে তার ঘরের নিজ কক্ষে মায়ের শাড়ি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। গোপাল সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন প্যাথলজিস্ট হিসেবে কর্মরত ছিল। দেড় মাস আগে বিয়ে করে ছিলেন গোপাল।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ দিপু জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

Exit mobile version