Site icon Jamuna Television

‘ভালোবাসার দ্বীপে’ সংঘর্ষ, নিহত ৩২

ছবি: সংগৃহীত

পাপুয়া নিউগিনির ‘ভালোবাসার দ্বীপে’ দু’টি ক্ষুদ্র জাতির মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩২ জন নিহত হয়েছে। আরও ১৫ জন নিখোঁজ রয়েছে। তাদের মধ্যে এখনও সংঘর্ষ চলছে।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ভালোবাসার দ্বীপে কুলুমাটা এবং কুবোমা গ্রুপের মধ্যে সোমবার (২৪ অক্টোবর) থেকেই সংঘর্ষের ঘটনা ঘটে। এই দ্বীপটি পাপুয়া নিউগিনির মিলনি বে প্রদেশে অবস্থিত।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার (২৫ অক্টোবর) ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ কথা জানিয়েছেন দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী পিটার সিয়ামালিলি। তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে তাদের উপর লাঠি চার্জ করার নির্দেশনাও দেয়া হয়েছে।

পাপুয়া নিউগিনিতে অবৈধভাবে ব্যাপক অস্ত্র প্রবেশ করার কারণে প্রায় সময়ই বিভিন্ন ক্ষুদ্র জাতির গোষ্ঠীর মধ্যে এ ধরনের সংঘর্ষ হয়ে থাকে।

/এনএএস

Exit mobile version