Site icon Jamuna Television

করোনায় আরও ১ জনের মৃত্যু

দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ১৮৫ জন। মঙ্গলবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গেলো ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২ হাজার ২৪৬টি। এদিন পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৫ দশমিক ৭০ শতাংশ।

এই পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৪ হাজার ৫৩৩ জনের। দেশে করোনায় মোট প্রাণ হারিয়েছেন ২৯ হাজার ৪১৬ জন। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৮ হাজার ৬৭৮ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭২ জন।

/এনএএস

Exit mobile version