Site icon Jamuna Television

প্রধানমন্ত্রী কর্তৃক গৃহহীনদের ঘর প্রদান: সিত্রাংয়ে ৪ লাখ মানুষকে নিতে হয়নি আশ্রয়কেন্দ্রে

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১৯ উপকূলীয় জেলায় গত ২ বছরে ৬১ হাজার ৩৭৮টি ভূমিহীন, গৃহহীন পরিবারকে দুর্যোগ সহনীয় ঘর প্রদান করায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সময় প্রায় ৪ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়ার প্রয়োজন হয়নি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৯ উপকূলীয় জেলায় ২ লক্ষ ১৯ হাজার ৬৯০ জন মানুষ এবং ৪৫ হাজার ৪৪২টি গবাদি পশু আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করে। মোট ৭ হাজার ৪৯০টি আশ্রয়কেন্দ্রে ধারণক্ষমতা ছিল ৪২ লক্ষ ৭৪ হাজার।

জানা গেছে, উপকূলীয় জেলার আশ্রয়ণের ৬১ হাজার ৩৭৮টি ঘরে কয়েক লক্ষ মানুষ আশ্রয় পেয়েছে। ফলে জানমালের ক্ষতি অনেক কম হয়েছে। সেই সাথে, ভূমিহীন-গৃহহীনদের দুর্যোগ সহনীয় ঘর প্রদান করায় কোনো ঘরের তেমন ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন মানুষ ঘর পাওয়ায় তাদের দুর্যোগ ঝুঁকি অনেকাংশেই হ্রাস পেয়েছে। দুর্যোগকালীন সময়ে মানুষ ও গবাদীপশুর জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়েছে।

/এম ই

Exit mobile version