Site icon Jamuna Television

মাদক কেনার টাকা না দেয়ায় মাকে পিটিয়ে খুন

গ্রেফতারকৃত ছেলে আবুল কালাম।

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন হয়েছে। ঘাতক ছেলে আবুল কালামকে (৩০) এরই মধ্যে আটক করেছে পুলিশ। নিহত সালমা বেগম (৫০) ওই এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মুহাম্মদ আলী শেখের স্ত্রী।

সোমবার (২৪ অক্টোবর) রাতে শহরের ২নং ওয়ার্ড বল্যা এলাকায় ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েক বছর ধরেই কালাম মাদকাসক্ত। সোমবার সন্ধ্যায় কালাম মাদক ক্রয়ের জন্য তার মায়ের কাছে টাকা চায়। টাকা না দেয়ায় কালামের ছোট ভাই বাড়ির বাইরে গেলে এ সময় কালাম তার মাকে পিটিয়ে হত্যা করে। হত্যার পর মায়ের লাশ কম্বলে পেঁচিয়ে খাটের নিচে লুকিয়ে রাখে সে।

এ সময় কালামের ছোট ভাই ঘরে ফিরে মায়ের লাশ খাটের নিচে দেখে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক সালমা বেগমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসজেড/

Exit mobile version