Site icon Jamuna Television

মেসি ও পোগবার এই দৃশ্য দেখে মুগ্ধ ফুটবল দুনিয়া

পরের বিশ্বকাপের সময় মেসির বয়স হবে চৌত্রিশ, ততদিন কি দেশের হয়ে খেলবেন মেসি? এবার তেত্রিশে রোনালদো কিন্তু চুটিয়ে খেললেন। সেইসব প্রশ্নের উত্তর ভবিষ্যতের গর্ভে। আপাতত বিদায় ফুটবলের রাজপুত্রের। শনিবার রাতে ভেঙে পড়েছিলেন গোটা দুনিয়ার আর্জেন্টিনা ভক্তরা। ভেঙে পড়েছিলেন তাঁদের স্বপ্নের নায়কও। ঠিক তখনই একটি অসাধারণ দৃশ্য দেখলেন ফুটবলপ্রেমীরা।

আরেক অসাধারণ ফুটবলার ফ্রান্সের পল পোগবা পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরলেন লিওনেল মেসিকে। তাঁকে সান্তনা দিলেন। যে দৃশ্য এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।

Exit mobile version