Site icon Jamuna Television

সরকারের কোনো উস্কানিমূলক কথায় পা দেয়া যাবে না: মির্জা আব্বাস

মির্জা আব্বাস। ফাইল ছবি।

সরকারের কোনো উস্কানিমূলক কথায় পা দেয়া যাবে না। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মঙ্গলবার (২৫ অক্টোবর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগীয় গণসমাবেশ ঘিরে প্রস্তুতি সভা শেষে এই মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, যেকোনো মূল্যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক সমাবেশ করবে বিএনপি। এতে বাধা আসলে তার দায়-দায়িত্ব সরকারের। ১০ ডিসেম্বরের সমাবেশ থেকে সরকারের পতন সূচনা হবে বলেও মন্তব্য করেন তিনি।

দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল্লাহ আল নোমান বলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির চলমান আন্দোলন অব্যাহত থাকবে। বিএনপি বিজয়ের মুখোমুখি; জয় আসবেই বলে মন্তব্য করেন এই নেতা।

ইউএইচ/

Exit mobile version