Site icon Jamuna Television

এলেন, খেললেন, জয় করলেন

ছবি: সংগৃহীত

এক সময়ে মনেই হচ্ছিল স্মিথকে দিয়ে পানি টানানোর সম্পূর্ণ খেসারত দিতে হবে অস্ট্রেলিয়াকে। ‘সামান্য’ রানের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়াকে একপর্যায়ে রীতিমতো ধুঁকতে হচ্ছিল। ত্রাণকর্তার ভূমিকায় ম্যাক্সওয়েল ক্রিজে এসে ঝড়ো ইনিংসের আভাস দিয়েও থিতু হতে পারেননি।

প্রথম ৬ বলে ২২ করেন ম্যাক্সওয়েল। কিন্তু পরের ১ রান করতে গিয়ে খেলেছেন পুরো ৬টি বল। শেষে করুনারত্নের শিকার হয়ে ফেরেন সাজঘরে।

হারের শঙ্কা আবারও জেঁকে বসে অস্ট্রেলিয়াকে। কিন্তু স্টয়নিস এলেন, খেললেন আর জয় করলেন। ৬ ছক্কা ও ৪ চারে ১৮ বলে ৫৯ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে নিয়ে গেলেন জয়ের বন্দরে।

এর আগে, ১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে সাবধানী শুরু করেন ওয়ার্নার ও ফিঞ্চ। ১১ রান করে ওয়ার্নার বিদায় নেন থিকসানার বলে। মিসেল মার্শ আউট হয়ে যান ১৭ রান করে। এরপরেই গ্ল্যান ম্যাক্সওয়েল এসে ব্যাটিং তাণ্ডব চালান। প্রথম ছয় বল খেলেই করেন ২২ রান। ১২ বলে ২৩ রান করে করুনারত্মের বলে ক্যাচ দিয়ে ফেরেন ম্যাক্সওয়েল। এরপর ক্রিজে আসেন মার্কাস স্টয়নিস। তিনি রীতিমত শ্রীলঙ্কার বোলারদের নিয়ে ছেলে খেলায় মেতে ওঠেন। ১৮ বলে ৬টি ছক্কা ও চারটি চারের সাহায্যে ৫৯ রান করে ২১ বল হাতে রেখে অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

/এনএএস

Exit mobile version