Site icon Jamuna Television

সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক

ছবি: সংগৃহীত

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর রেল লাইনের ওপর গাছ পড়ে সিলেটের সাথে চার ঘণ্টা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে রেলওয়ে কর্তৃপক্ষ গাছগুলো অপসারণ করার পর রাত সাড়ে নয়টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এ সময় শ্রীমঙ্গল এবং সাতগাঁও রেল স্টেশনে দুটি ট্রেন আটকা পরে।

কমলগঞ্জের ভানুগাছ স্টেশনের স্টেশন মাস্টার কবির আহমেদ জানান, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর ঝড়ে বেশ কিছু গাছ লাইনের ওপর পড়ে। এতে সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, এ সময় শ্রীমঙ্গল স্টেশনে পাহাড়িকা এবং সাতগাঁও স্টেশনে কালনী এক্সপ্রেস আটকা পরে। পরে গাছগুলোর অপসারণ করার পর রাত সাড়ে নয়টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

ইউএইচ/

Exit mobile version