Site icon Jamuna Television

পরিবারের কথা মাথায় রেখে সড়কে চলাচলের আহ্বান ইলিয়াস কাঞ্চনের

বগুড়া ব্যুরো:

বগুড়ায় সুধীজন ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে বগুড়া পর্যটন মোটেলের সভাকক্ষে এই সভার আয়োজন করে নিরাপদ সড়ক চাই আন্দোলনের বগুড়া জেলা কমিটি।

সংগঠনের বগুড়া কমিটির সভাপতি মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে সভায় ইলিয়াস কাঞ্চন বলেন, সড়কে নিরাপত্তার ব্যাপারে সবাই এখনো অনেক উদাসীন। তাড়াহুড়ো করে সামনে যাওয়ার মানসিকতা সব ধরনের চালকের এখনো বেশ তীব্র। যে কারণে সড়কে প্রাণহানি কমিয়ে আনা যাচ্ছে না। সড়কে যাতায়াত করা সব শ্রেণি পেশার মানুষকে নিজের পরিবারের কথা মাথায় রেখে যানবাহনে চড়ার এবং চালানোর আহ্বানও জানান
ইলিয়াস কাঞ্চন।

/এনএএস

Exit mobile version