Site icon Jamuna Television

৬০ বছর পর গোসল করার কিছুদিন পরেই মারা গেলেন আমু হাজি

ছবি: সংগৃহীত

ইরানের এক সন্ন্যাসী কয়েক দশক ধরে গোসল করেন না। কয়েক মাস আগে গ্রামবাসী আমু হাজি নামে ৯৪ বছর বয়সী সেই ব্যক্তিকে গোসল করিয়ে দেয়। প্রথমবার গোসলের কয়েক মাস পরই মারা গেছেন আমু হাজি।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আমু হাজি নামে ওই ব্যক্তি ইরানের ফার্স প্রদেশের দেজগাহ নামক একটি গ্রামে গত রোববার (২৩ অক্টোবর) মারা যান। ধুলো-কালি লিপ্ত আমু হাজি কয়লা দিয়ে তৈরি একটি খুপরি ঘরে বসবাস করতেন। বিগত ৬০ বছরের একদিনও আমু হাজি গোসল করেননি। তার প্রতিবেশীরা জানিয়েছেন, যৌবনের একটি হৃদয়বিদারক ঘটনার কারণে ৬০ বছরেরও বেশি সময় আগে গোসল করা বন্ধ করে দেন আমু হাজি।

ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমস ২০১৪ সালে এক প্রতিবেদনে জানিয়েছিল, আমু হাজি সাধারণত তার গ্রামের পাশ দিয়ে যাওয়া সড়কে দুর্ঘটনায় যেসব প্রাণী মারা যেত সেগুলোর মাংস থেকেই জীবন ধারণ করতেন। পশুপাখির মল দিয়ে তৈরি এক ধরনের পাইপ সেবন করতেন তিনি। আমু হাজি বিশ্বাস করতেন, গোসল করলেই তিনি অসুস্থ হয়ে পড়বেন। সে সময় তোলা বিভিন্ন ছবিতে দেখা গেছে, আমু হাজি একই সময়ে একাধিক সিগারেট/পাইপ খেতেন।

কয়েক মাস আগে আমু হাজির গ্রামবাসীরা জোর করে গোসল করা বাদ দেয়ার পর প্রথমবার গোসল করিয়ে দেয়। গোসলের কয়েক দিন পর তিনি অসুস্থ হয়ে পড়েন। কয়েক মাস অসুস্থ থাকার পর গত রোববার মারা যান আমু হাজি।

/এনএএস

Exit mobile version