Site icon Jamuna Television

ন্যাটোর বিশেষ সামরিক প্রশিক্ষণে যোগ দিলো জার্মানি

ছবি: সংগৃহীত

এস্তোনিয়ার আমরি বিমানঘাঁটিতে চলছে ন্যাটোর বিশেষ সামরিক প্রশিক্ষণ। আর এ মহড়ায় সম্প্রতি যোগ দিয়েছে জার্মানি ও এস্তোনিয়ার বিমান ও নৌবাহিনী।

জানা গেছে, বাল্টিক টাইগার-২০২২ অনুশীলনের অংশ হিসেবেই চলছে এই যৌথ কর্মসূচি। দুই দেশের মোট আড়াইশ’ সেনাসদস্য এখানে পাচ্ছেন প্রশিক্ষণ।

মূলত, হামলার হাত থেকে বাণিজ্যিক বন্দর কিংবা বিমানবন্দরের অবকাঠামোগত সুরক্ষা নিশ্চিতের কৌশল শেখানোই এবারের প্রশিক্ষণের মূল লক্ষ্য।

গত ১ অক্টোবর শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই পূর্বাঞ্চলে সামরিক তৎপরতা বাড়িয়েছে ন্যাটো। এস্তোনিয়ার ঘাঁটিতে এরই মধ্যে নতুন করে মোতায়েন হয়েছে দেড় হাজার জার্মান সেনা। এ প্রশিক্ষণ উপলক্ষে আমরি ঘাঁটিতে ছয়টি ইউরোফাইটার এয়ারক্রাফট দিয়েছে বার্লিন।

/এসএইচ

Exit mobile version