Site icon Jamuna Television

পিএসজির জয়ের রাতে হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগে আরবি লাইপজিগের কাছে ধরাশায়ী হয়েছে রিয়াল মাদ্রিদ। পিএসজির জয়ের দিনে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি ধাক্কা খেয়েছে। লাইপজিগের কাছে হেরেছে ৩-২ গোলে।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো ইতোমধ্যে নিশ্চিত হয়েছে রিয়ালের। আর তাই বিশ্রামে পাঠানো হয় করিম বেনজেমা-লুকা মদ্রিচসহ তিন ফুটবলারকে। তাদের অনুপস্থিতিতে ৩-২ গোলের হার গ্যালাক্টিকোদের। ৫ রাউন্ড শেষে ১০ পয়েন্ট নিয়ে এফ গ্রুপের শীর্ষে আছে রিয়াল। আর ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা লাইপজিগ নক আউট পর্ব নিশ্চিতে আরও একধাপ এগিয়ে গেছে।

একদিন মাঠে নামে মেসি, নেইমার ও এমবাপ্পের পিএসজি। গ্রুপ এইচের খেলায় এই ত্রয়ীর ঝলকে ম্যাকাবি হাইফাকে ৭-২ গোলে বিধ্বস্ত করেছে পিএসজি। আর তাতে শেষ ১৬ এর টিকিট নিশ্চিত করেছে ফরাসি ক্লাবটি।

/এমএন

Exit mobile version