Site icon Jamuna Television

আইরিশদের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ওয়ানের ম্যাচে মেলবোর্নে টস জিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ফিল্ডিং বেছে নিয়েছে ইংল্যান্ড। তবে বৃষ্টির কারণে আউটফিল্ড এখনও ভেজা থাকায় ম্যাচ শুরু হতে বিলম্ব হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মেলবোর্নে আজ (২৬ অক্টোবর) সারাদিনই বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, অ্যান্ডি বালবার্নি, লোরকান টাকার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডেয়ার, ফিয়ন হ্যান্ড, ব্যারি ম্যাকার্থি, জশ লিটল।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার, অ্যালেক্স হেলস, ডেভিড মালান, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, স্যাম কারেন, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।

আরও পড়ুন: বিশ্বকাপে ব্যর্থতা; বোর্ডের ওপর ক্ষেপেছেন পোলার্ড

/এম ই

Exit mobile version