Site icon Jamuna Television

উখিয়ায় দুষ্কৃতিকারীদের গুলিতে আরও এক রোহিঙ্গা খুন

ছবি: সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারীদের গুলিতে মোহাম্মদ জসিম নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। বুধবার (২৬ অক্টোবর) ভোরে উখিয়া উপজেলার পালংখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ ১৬ ব্লকে এই ঘটনা ঘটে।

৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, বুধবার ভোরে ১৫/১৬ জনের দুষ্কৃতিকারী একটি দল ১০ নম্বর ক্যাম্পের এফ ১৬ ব্লকে জসিমের বসতঘরে ঢুকে তাকে ঘরের বাহিরে নিয়ে এসে বুকে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত জসিম উক্ত ব্লকের আব্দুল গফুরের পুত্র। কারা এবং কেন জসিমকে খুন করেছে তার বিস্তারিত বিবরণ তাৎক্ষণিক জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা। তবে দুষ্কৃতিকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে গতকাল রাতে উখিয়া কুতুপালং ২ ইস্ট ক্যাম্পে দুষ্কৃতিকারীদের গুলিতে এই ক্যাম্পের সি ব্লকের হেড মাঝি মোহাম্মদ সালাম আহত হয়েছেন। চলতি মাসে রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারীদের হামলায় দুই মাঝিসহ চারজন রোহিঙ্গা খুনের ঘটনা ঘটেছে।

ইউএইচ/

Exit mobile version