Site icon Jamuna Television

কনুই কেটে কৃত্রিম হাতের মধ্যে ৭-৮ বছর ধরে ইয়াবা পাচার!

ছবি: প্রতীকী

হাতের কনুইয়ের নিচের অংশ কেটে ফেলে সংযুক্ত প্লাস্টিকের কৃত্রিম হাতের ভেতরের ফাঁকা অংশকে ইয়াবা বহনের মাধ্যম হিসেবে ব্যবহার করে আসছিলেন রানা নামের এক যুবক।

মঙ্গলবার (২৫ অক্টোবর) এই মাদক বিক্রেতাকে রামপুরা থেকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ১৫৫ পিস ইয়াবাসহ রানা নামের এক মাদক বিক্রেতাকে রামপুরা থেকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ। হাতের কনুইয়ের নিচের অংশ কেটে কৃত্রিম হাতের ভিতরের ফাঁকা অংশকে ইয়াবা বহন করে বিক্রি করছিল রানা। গত ৭ থেকে ৮ বছর ধরে সে এভাবেই মাদক বিক্রি করে আসছিল।

শারীরিক প্রতিবন্ধীদের ব্যবহার করে একটা গোষ্ঠী মাদক বিক্রি করে যাচ্ছে জানিয়ে পুলিশ বলছে, এই চক্রে আরও অনেকে আছে তাদের ধরতে অভিযান চলছে। এই চক্রটি মূলত বিনোদন কেন্দ্রগুলোতে মাদক বিক্রি করতো। গ্রেফতার রানার বিরুদ্ধে ঢাকার বাইরে ৩টি মাদক মামলা আছে।

ইউএইচ/

Exit mobile version