Site icon Jamuna Television

টকশোতে বিশ্ব পরিস্থিতি না তুলে শুধু দেশের সংকটের কথা বলা হয়: তথ্যমন্ত্রী

ফাইল ছবি।

এখন টেলিভিশন টকশোতে সাংবাদিক বা অতিথিরা বিশ্ব পরিস্থিতি না তুলে শুধু দেশের সংকটের কথা তুলে ধরেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (২৬ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ডিআরইউ সাহিত্য পুরস্কার ও লেখক সম্মাননা ২০২২’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ইউরোপ-আমেরিকাসহ গোটা পৃথিবীতে জ্বালানিসহ নানা সংকট চলছে। টকশোতে যুদ্ধকালীন সংকট পরিস্থিতি তুলে ধরে কথা বলার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি বলেন, বিএনপি রিজার্ভ নিয়ে কথা বলে তাদের সময়ে রিজার্ভ ছিল তিন বিলিয়ন ডলার। আমাদের দেশে ৫ মাসের রিজার্ভ আছে। যেখানে তিন মাসের রিজার্ভ থাকলেই যথেষ্ট। পৃথিবীর বহু দেশ সঞ্চয় ভেঙ্গে খাচ্ছে। এশিয়ার বহু দেশ রিজার্ভ ভেঙ্গে খাচ্ছে। শেখ হাসিনা ভালোভাবে দেশ চালাচ্ছেন বর্তমান বিশ্ব প্রেক্ষাপট বিবেচনায়। বিশ্ব পরিস্থিতির সংকটের সুযোগে দেশের মানুষকে বিভ্রান্ত করছে বিএনপি। এর বিরুদ্ধে সঠিক তথ্য দিয়ে সংবাদ প্রচারে সাংবাদিকদের আহবান জানান তিনি।

তথ্যমন্ত্রী আরও বলেন, সরকারের ভুলত্রুটি সমালোচনা থাকবে। সেই সাথে বিরোধী দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। গুজব রটানোকারীদের বিরুদ্ধেও সমালোচনা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, ক্রয়ক্ষমতার দিক থেকে বাংলাদেশ ৩১তম অর্থনীতির দেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে।

ইউএইচ/

Exit mobile version