Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ায় অজগরের পেটে পাওয়া গেলো নিখোঁজ নারীর মরদেহ

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশে অজগরের পেটে পাওয়া গেলো নিখোঁজ এক নারীর মরদেহ। জাহরাহ নামে ৫০ বছর বয়সী ওই নারী গত রোববার (২৩ অক্টোবর) সকালে তার রাবার বাগানে কাজ করতে গিয়ে নিখোঁজ হন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রাতে তিনি ফিরে না আসায় তাকে খুঁজতে মাঠে নামে অনুসন্ধানকারী দল। তাতেও কাজ হয়নি। একদিন পর গ্রামের লোকজন একটি অজগরকে দেখতে পান এবং তাদের সন্দেহ হয়। পরে তারা সাপটিকে মেরে ফেলেন এবং ওই নারীর মরদেহ বের করেন অজগরের পেটের ভেতর থেকে।

জাম্বি পুলিশ প্রধান একেপি এস হারেফা বলেন, নিখোঁজ ওই নারীকে সাপের পেটে পাওয়া গেছে। তবে তার মৃতদেহটি অনেকাংশে অক্ষত ছিল। তিনি বলেন, নিহতের স্বামী রোববার রাতে রাবার বাগানে তার ব্যবহৃত কিছু জামাকাপড় এবং সরঞ্জাম খুঁজে পেয়েছিলেন। পরে তিনি একটি অনুসন্ধানকারী দলকে ডাকেন।

তিনি আরও জানান, সাপটি কমপক্ষে ৫ মিটার (১৬ ফুট) দীর্ঘ ছিল। সোমবার এলাকার লোকজন এটিকে ধরার পর মেরে ফেলে। তারা সাপের পেট কাটার পর দেখেন যে জাহরাহ’র মরদেহ ভেতরে রয়েছে।

/এনএএস

Exit mobile version