
জাতিসংঘে নিযুক্ত রুশ প্রতিনিধি দিমিত্রি পোলিয়ানস্কি।
এই মুহূর্তে রুশ-ইউক্রেন যুদ্ধের সবচেয়ে আলোচিত বিষয় ডার্টি বোম্ব। গত কয়েকদিন দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের পর জাতিসংঘে উঠলো ইস্যুটি। উত্থাপন করেছে স্বয়ং রাশিয়া। খবর রয়টার্সের।
মস্কোর দাবি, নিজ ভূখণ্ডে তেজস্ক্রিয় ক্ষমতাসম্পন্ন অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। যার দায় চাপিয়ে দেয়ার পরিকল্পনা মস্কোর ওপর। নিরাপত্তা পরিষদের ওই বৈঠকে রুশ প্রতিনিধির অভিযোগকে ‘ভুয়া তথ্য’ বলে উড়িয়ে দিয়েছে পশ্চিমারা। অন্যদিকে, তেজস্ক্রিয় এ বোমার ব্যবহার নিয়ে রাশিয়ার দিকেই সন্দেহের তীর ছুড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের রুদ্ধদ্বার বৈঠকে মস্কোর দাবি, দুটি প্রতিষ্ঠানকে ডার্টি বোম্ব তৈরির দায়িত্ব দিয়েছে কিয়েভ। আর তা ব্যবহার হবে তাদের নিজের দেশেই। রুশ প্রতিনিধি জানান, এ সংক্রান্ত গোয়েন্দা তথ্য ভাগাভাগি করেছেন অন্যান্য সদস্য রাষ্ট্রের সাথে।
জাতিসংঘে নিযুক্ত রুশ প্রতিনিধি দিমিত্রি পোলিয়ানস্কি বলেন, যুদ্ধে পরাজয় এড়াতে জেলেনস্কি প্রশাসন এমন পদক্ষেপ নিতে পারে। তারা ন্যাটোকে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামাতে চায়, আর তা হবে অত্যন্ত বিপজ্জনক। ইস্যুটি নিরাপত্তা পরিষদে তুলতে চেয়েছি। জানাতে চেয়েছি আমাদের অবস্থান। পশ্চিমারা যথারীতি বলছে, এগুলো রুশ প্রোপাগান্ডা।
এদিকে, রাশিয়ার দাবিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন নিরাপত্তা পরিষদের পশ্চিমা প্রতিনিধিরা। মস্কোর অনুরোধে ডাকা তিনদিন ব্যাপী বিশেষ এই অধিবেশনকে সময়ের অপচয় বলে আখ্যা দেন তারা। প্রথম দিনের বৈঠক শেষে পশ্চিমা প্রতিনিধিরা সাংবাদিকদের জানান, ইউক্রেনে উপস্থিত আছেন আইএইএ এর প্রতিনিধিরা। ক্ষতিকর বোমার বিষয়টি তারাই তদারকি করছেন।
জাতিসংঘে নিযুক্ত ব্রিটিশ প্রতিনিধি জেমস কারিউকি বলেন, তারা তাদের যুক্তির পক্ষে কোনো তথ্যপ্রমাণ দেখাতে পারেননি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্সের মন্ত্রীরা নিশ্চিত যে রুশ ফেডারেশনের অভিযোগ পুরোপুরি মিথ্যে। ইউক্রেনের গোপন করার কিছু নেই। কারণ, আইএইএ এর প্রতিনিধিরা সেখানে আছেন। আগেও এমন ভুলভাল তথ্য প্রচার করেছে রাশিয়া। এগুলো বন্ধ হওয়া উচিত।
এদিকে, তেজস্ক্রিয় বোমার ব্যবহার নিয়ে আবারও একতরফাভাবে রাশিয়ার দিকেই আঙ্গুল তুললেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হুঁশিয়ারি দিয়েছেন- এমন কোনো পদক্ষেপ নিলে তা হবে মস্কোর বিরাট ভুল।
সম্প্রতি দেয়া এক বিবৃতিতে জো বাইডেন বলেন, কোনো গ্যারান্টি দিতে পারছি না যে রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নেই। তবে সে মস্কো পথে হাঁটলে বিরাট ভুল করবে।
/এসএইচ



Leave a reply