Site icon Jamuna Television

দলের সবাইকে স্বাধীনতা দেয়া হয়েছে: সাকিব

প্রেস ব্রিফিংয়ে সাকিব আল হাসান।

ডাচদের বিপক্ষ জয় ছিনিয়ে নিয়ে ভালোভাবে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। কাঙ্ক্ষিত এই জয় অনেকটা নির্ভার করেছে সাকিবদের। তবে উন্নতির জায়গাগুলোও স্পষ্ট হয়ে উঠেছে। ব্যাট হাতে ভালো শুরুর পরও মিডল অর্ডার ব্যর্থ হওয়ায় কাঙ্ক্ষিত স্কোর পায়নি টিম বাংলাদেশ। ৪ বোলার নিয়ে খেলাটা তৈরি করেছিল শঙ্কা। প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, যে যেভাবে খেলতে চাইবে, সবাইকে দেয়া হয়েছে সেই স্বাধীনতা।

প্রেস ব্রিফিংয়ে সাকিব বলেন, এটা এমন একটা ভেন্যু যেখানে আমরা খেলতে পছন্দ করবো। কারণ, অস্ট্রেলিয়ার অন্যান্য মাঠের চেয়ে সিডনি বেশি স্পিন সহায়ক।

গত মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ওয়ানডে সিরিজ জিতে এসেছে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে তাই জয়ের স্মৃতি তরজাতা। ২০১৯ বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল সাকিবের দল। কিন্তু এই সব সাফল্য ছিল ওয়ানডেতে। প্রোটিয়াদের বিপক্ষে অবশ্য ৭ টি-টােয়েন্টি খেলে সবক’টি হেরেছে বাংলাদেশ। কিন্তু অধিনায়ক সাকিব বলছেন, এই ফরম্যাটেও এবার জয় চায় তার দল।

সাকিব আল হাসান বলেন, এখন যদি আমরা বেশি শিখতে চাই তবে পরীক্ষার আগের রাতে বেশি পড়ার অবস্থা হবে। দলের কে, কোন প্লেয়ারকে চ্যালেঞ্জ জানাবে, সেই স্বাধীনতা সবাইকে দেয়া হয়েছে। চার-ছয় যে মারতে চায়, সে মারতে পারে। প্রথম বলে কেউ যদি চায় বাউন্সার বা ইয়োর্কার করবে, সে তা করতে পারবে। খেলোয়াড়দের সে স্বাধীনতা আছে।

আরও পড়ুন: ‘বিশ্বকাপে শাহিন আফ্রিদিকে খেলানো হতে পারে ঝুঁকিপূর্ণ’

/এম ই

Exit mobile version