Site icon Jamuna Television

বৃষ্টিতে পরিত্যক্ত আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ওয়ানে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। দুই দলই ১ পয়েন্ট করে ভাগাভাগি করেছে।

সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেলবোর্নে মুখোমুখি হবার কথা ছিল দুই দলের। তবে, বৃষ্টি বাগড়া দেয়ায় ভেস্তে যায় পুরো ম্যাচ। ভারী বৃষ্টিতে টস পর্যন্ত মাঠে গড়ায়নি। ২ ম্যাচে এক জয়ে তিন পয়েন্ট নিয়ে টেবিল টপার ব্ল্যাক ক্যাপ্সরা।

অপরদিকে, এখন অবধি জয়ের মুখ না দেখা আফগানদের অবস্থান টেবিলের তলানিতে। বুধবার (২৬ অক্টোবর) দুই ম্যাচেই প্রভাব ফেলে বৃষ্টি। আগের ম্যাচে ডি/এল মেথডে ইংলিশদের বিপক্ষে জয় পেয়েছে আইরিশরা।

আরও পড়ুন: বৃষ্টিতে লেখা হলো আইরিশ রূপকথা, ইংল্যান্ডের দুঃখ ৫ রান

/এম ই

Exit mobile version