Site icon Jamuna Television

যশোরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

যশোরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। রোববার রাতে যশোর সদর উপজেলার বুকভরা বাঁওড়ের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়।

নিহতরা হলেন স্কোয়াড্রন লিডার মো. সিরাজুল ইসলাম ও এনায়েত কবির পলাশ।

আইএসপিআর জানায়, বিমান বাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি থেকে রাত্রিকালীন প্রশিক্ষণ নিতে কে-এইট ডব্লিউ বিমানটি উড্ডয়ন করে। রোববার রাত পৌনে দশটার দিকে দেয়াড়া ইউনিয়নের বুকভরা বাওড়ে বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর আসে। এর পর পরই তল্লাশি অভিযানে নামে ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর উদ্ধারকারী দল।

বৈরী আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Exit mobile version