Site icon Jamuna Television

রাঙ্গার আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জাতীয় পার্টি থেকে অব্যাহতিপ্রাপ্ত মসিউর রহমান রাঙ্গার আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে পার্টির ঢাকা মহানগর উত্তর অংশ।

বুধবার (২৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।

জাতীয় পার্টির নেতাদের অভিযোগ, রাঙ্গার মতো দালালদের কারণে আজ দেশের দুরবস্থা। এরা দেশ ও জাতির শত্রু। দেশবাসী রাঙ্গার চরিত্র সম্পর্কে জেনে গেছে বলেও মন্তব্য করেন তারা। মসিউর রহমান রাঙ্গা যদি ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চায় তাহলে তাকে যেখানে পাবে সেখানে নেতাকর্মীরা প্রতিহত করবে বলে বক্তব্যে জানান জাপা নেতারা। বিক্ষোভ শেষে রাঙ্গার কুশপুত্তলিকা পোড়ানো হয়।

ইউএইচ/

Exit mobile version