Site icon Jamuna Television

বাংলাদেশি ২০ জেলেকে উদ্ধার করলো ভারতীয় কোস্ট গার্ড

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নৌকাডুবির ঘটনায় সাগরে ভাসতে থাকা ২০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড। উদ্ধারকৃতদের বাংলাদেশে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২৬ অক্টোবর) এক টুইট বার্তায় এ তথ্য জানায় ভারতীয় কোস্ট গার্ড।

এদিন সংস্থাটি জানায়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উপকূল থেকে বিচ্ছিন্ন হওয়া ২০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করা হয়েছে। বিদ্যমান সমঝোতা স্মারক অনুযায়ী এসব জেলেদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে।

/এনএএস

Exit mobile version