Site icon Jamuna Television

ডেঙ্গু চিকিৎসায় প্রয়োজনে হাসপাতালে আরও বেড বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি।

ডেঙ্গু চিকিৎসায় প্রয়োজনে হাসপাতালে আরও বেড বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে করোনার ডেডিকেটেড হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

বুধবার (২৬ অক্টোবর) সকালে শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতাল ও ইন্সটিটিউটে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে আলোচনায় এসব কথা বলেন তিনি

মন্ত্রী বলেন, ডেঙ্গু রোগী বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পর্যাপ্ত প্রস্তুতি নেয়া হয়েছে। ডেঙ্গুর প্রকোপ বাড়ার সাথে সাথে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে ৫০০টি বেড ও বিএসএমএমইউ এর নতুন নির্মিত ফিল্ড হাসপাতালের ৪০০ বেড প্রস্তুত করা হয়েছে।

তিনি আরও বলেন, মশা না কমানো গেলে ডেঙ্গুর প্রকোপও কমবে না। ডেঙ্গু থেকে বাঁচতে জনগণকে বাসাবাড়ি ও আশপাশ পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন মন্ত্রী।

ইউএইচ/

Exit mobile version