Site icon Jamuna Television

সালমানের মন জয়ের চেষ্টায় কঙ্গনা!

আয়ুষ শর্মার জন্মদিনের পার্টিতে লাল রঙের বডিকন পোশাকে দেখা গেছে কঙ্গনাকে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) গভীর রাতে মুম্বাইয়ে বসেছিল সালমানের ভগ্নীপতি আয়ুষ শর্মার জন্মদিনের আসর। সেখানে খান পরিবারের পাশাপাশি আমন্ত্রিত ছিলেন বলিউডের বেশ কিছু তারকাও। তাদের প্রত্যেকেই সালমানের ঘনিষ্ঠ। সেই পার্টিতেই সবাইকে চমকে দিয়ে উপস্থিত ছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সেই ছবি আর ভিডিও নিয়ে এখন চর্চা চলছে সামাজিক মাধ্যমে।

জানা গেছে, পার্টিতে লাল রঙের বডিকন পোশাকে দেখা গেছে কঙ্গনাকে। মিডিয়ার সাথেও আন্তরিক আচরণ করেছেন, ছবি তুলেছেন। এর আগে, কঙ্গনাই প্রথম ‘নেপোটিজম’ নিয়ে প্রতিবাদের ঝড় তুলেছেন ইন্ডাস্ট্রিতে। সেই কঙ্গনাই আবার আয়ুশের জন্মদিনে এলেন, যে কিনা সালমানের হাত ধরে বলিউডে এসেছে। কঙ্গনার এমন পরিবর্তনে প্রশ্ন তুলছে সবাই। তাহলে কি সালমানকে খুশি করার জন্যই পার্টিতে এসেছেন কঙ্গনা? অভিনেত্রীর উত্তরের অপেক্ষায় আছেন ভক্তরা।

/এসএইচ

Exit mobile version