Site icon Jamuna Television

ধর্ষণের অভিযোগে বিচার শুরু হলো হার্ভে ওয়েনস্টেইনের

ধর্ষণের অভিযোগে বিচার শুরু হয়েছে হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের। জেন ডো ওয়ান নামের এক অভিনেত্রী ও মডেল হার্ভের বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন।

জানা গেছে, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে বিচার কার্যক্রম চলছে হার্ভের।

স্বাক্ষ্য দিতে আসা ওই অভিনেত্রী জানান, ২০১৩ সালে একটি চলচ্চিত্র উৎসব চলাকালে তাকে যৌন হেনস্থা করেন হার্ভে। তিনি অভিনেত্রীর হোটেল কক্ষে আসেন এবং তাকে যৌন সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করেন।

এর আগে, ২০১৭ সালে লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগে হার্ভের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন জেন। নিউ ইয়র্ক টাইমস ও নিউ ইয়র্কার হার্ভের বিরুদ্ধে বেশ কিছু যৌন হেনস্থার বিষয়ে প্রতিবেদন ছাপিয়েছিল। তার পরপরই অভিযোগ দায়ের করেন তিনি।

/এসএইচ

Exit mobile version