Site icon Jamuna Television

রোহিঙ্গা শিবিরে জাতিসংঘ মহাসচিব

রোহিঙ্গা শিবির পরিদর্শনে কক্সবাজার পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। আজ সোমবার সকাল ৮টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তারা।

পরে হোটেলে সামগ্রিক পরিস্থিতি নিয়ে সফররত অতিথিদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্রিফ করা হয়। ব্রিফিং শেষে কুতুপালং ট্রানজিট সেন্টার পরিদর্শনে যান জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট।

তাদের সাথে আছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও ইউএনএইচসিআরর প্রধান ফিলিপ্পো গ্রান্ডিসহ বেশ কয়েকজন কর্মকর্তা। ট্রানজিট সেন্টার পরিদর্শন শেষে কুতুপালং আশ্রয় শিবিরে যাবেন তারা।

কক্সবাজারে বৈশ্বিক সংস্থা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। বৈঠক শেষে দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরবেন অ্যান্তোনিও গুতেরেস এবং জিম ইয়ং কিম।

এর আগে গতকাল প্রধানমন্ত্রীর সাথে বৈঠকসহ ব্যস্ত সময় পার করেছেন জাতিসংঘ ও বিশ্বব্যাংক প্রধান।

Exit mobile version