Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ার আতিথেয়তায় খুশি নয় ভারত

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

বিশ্বকাপ খেলতে গিয়ে অস্ট্রেলিয়ার আতিথেয়তায় খুশি নয় ভারতীয় ক্রিকেট দল। খাবারের মেন্যু থেকে অনুশীলন; সব ক্ষেত্রেই অশোভন আচরণ করছে ক্রিকেট অস্ট্রেলিয়া- এমন অভিযোগ ভারতীয় ক্রিকেট বোর্ডের। খবর ইনসাইডস্পোর্টসডটইনের।

জানা গেছে, রোহিত-কোহলিদের অনুশীলনের জন্য যে ভেন্যুটি দেয়া হয়েছে তা হোটেল থেকে ৪২ কিলোমিটার দূরে! আর তাদের হোটেলটি সব ধরনের সুবিধা সম্বলিত নয়। জানা গেছে, ভারত দলকে রাখা হয়েছে একটি ফোর স্টার হোটেলে। শুধু অনুশীলনই নয়, খাবার টেবিলেও নিজের স্যান্ডউইচ নিজে তৈরি করে নিতে হচ্ছে রোহিত-কোহলিদেরকে। যে কারণে খেলোয়াড়রা বিরক্ত হয়ে খাবার না খেয়েই ফিরে যান হোটেলে।

বিসিসিআইয়ের অভিযোগ, অনুশীলনের পর এমন ঠান্ডা ও অস্বাস্থ্যকর খাবার খেলে সমস্যা হতে পারে ক্রিকেটারদের। তাই কোনো রকম ঝুঁকি নিতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড।

/এসএইচ

Exit mobile version